কবে সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন সৌম্য-সাব্বিররা?

বাংলাদেশ
কবে সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন সৌম্য-সাব্বিররা?
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

সদ্য শেষ হওয়া বিপিএল আসরে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, সাব্বির রহমান এবং সৌম্য সরকার। বলা যায় একের পর এক হতাশাই উপহার দিয়েছেন তারা।

এবারের আসরে ১২ ম্যাচে মাত্র ১৮.৫০ গড়ে ১৮৫ রান সংগ্রহ করেছেন রাজশাহী কিংসের হয়ে খেলা মুশফিক। অপরদিকে চিটাগাং ভাইকিংসের সৌম্য ছিলেন আরো বিবর্ণ। ১১ ম্যাচে ১৫.৩৬ গড়ে তাঁর রান সংখ্যা ছিলো ১৬৯। 

টুর্নামেন্টের শুরু থেকেই সাব্বির রহমানের ওপর অসিম প্রত্যাশা থাকলেও হতাশ করেছেন তিনি। যদিও মুশফিক ও সৌম্যর থেকে তাঁর রান সংখ্যা কিছু বেশি। ১১ ম্যাচে ২৩.৪৪ গড়ে ২১১ রান করেছেন সিলেট সিক্সার্সের এই ব্যাটসম্যান। 

জাতীয় দলের এই তিন ক্রিকেটারের এরূপ পারফর্মেন্সে হতাশ সাবেক টাইগার অধিনায়ক এবং বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি স্টারকে তিনি জানিয়েছেন সুযোগ আসলেও তাঁর সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন দেশের ক্রিকেটাররা। এই প্রসঙ্গে তিনি বলেন,  

'মুশফিক, সাব্বির এবং সৌম্যর পারফর্মেন্স আসলেই অনেক হতাশাজনক ছিলো। বিদেশী ক্রিকেটারদের উপস্থিতি টুর্নামেন্টের প্রতিযোগিতা বাড়িয়েছে কিন্তু আমাদের ক্রিকেটাররা সুযোগ নিতে পারেনি।'

বাংলাদশের ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ে যথেষ্ট সমস্যা আছে বলেও মনে করেন বাশার। বিশেষ করে ছক্কা মারার ক্ষেত্রে এখনও ব্যাটসম্যানেরা পারদর্শী হতে পারেনি উল্লেখ করে তিনি বললেন, 

'আসলে আমাদের ক্রিকেটের পাওয়ার হিটিং এখনও একটি বড় সমস্যা। আমরা বাউন্ডারি মারতে সক্ষম কিন্তু ওভার বাউন্ডারি (ছক্কা) মারতে নয়। আমাদের মধ্যে গেম চেঞ্জারেরও অভাব রয়েছে।' 

            

আরো পড়ুন: this topic