মুস্তাফিজের উপর ভরসা রাখছেন মুডি

বাংলাদেশ
মুস্তাফিজের উপর ভরসা রাখছেন মুডি
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আবির্ভাবেই জাত চিনিয়েছিলেন টাইগার পেস তারকা মুস্তাফিজুর রহমান। তবে, বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই কাটার মাস্টারের।

বিপিএলের এবারের আসরে বল হাতে নিজের ছায়া হয়ে ছিলেন মুস্তাফিজ।ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই এই টাইগার ক্রিকেটার জাতীয় দলে অনিয়মিত। দক্ষিণ আফ্রিকা সফরেও চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সিরিজের মাঝ পথে।

পুনর্বাসন শেষে বিপিএলের এবারের আসরে বল হাতে ফিরেছেন মাঠে।রাজশাহী কিংসের জার্সি গায়ে পাঁচ ম্যাচ খেলে মাত্র ৪ উইকেট নিয়েছেন তিনি। তবে, শিষ্যের দুঃসময়ে মুস্তাফিজের উপর আস্থা রাখছেন তার আইপিএল গুরু টম মুডি।

এই অস্ট্রেলিয়ান এবার বিপিএলের শিরোপা জয়ী রংপুর রাইডার্সের প্রধাণ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।এদিকে, টম মুডি মনে করেন মুস্তাফিজের বড় রকমের অস্ত্রোপচারের পর তার মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে।

বয়সে তরুণ বিধায় আরও পরিচর্যা করলে ভবিষ্যতে মুস্তাফিজ আরও বিধ্বংসী হবে বলে জানিয়েছেন টম মুডি। তাছাড়া, একটি মাত্র টুর্নামেন্ট দিয়ে মুস্তাফিজের পারফরমেন্স বিচার করতে নারাজ এই অস্ট্রেলিয়ান।

টম মুডির ভাষ্যমতে, "আমি এখনও মুস্তাফিজের উপর ভরসা রাখতে চাই। এটা মনে রাখতে হবে যে তার বড় রকমের অস্ত্রোপচার হয়েছে। ও এখনও তরুণ। তার যথাযথ পরিচর্যা করলে আরও বিধ্বংসী হবে বলে মনে হয়। একটি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের পারফর্মেন্স বিচার করা উচিত হবে না।"

আরো পড়ুন: this topic