promotional_ad

বিপিএলের চেয়ে আইপিএলকে এগিয়ে রাখছেন মুডি

promotional_ad

টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ছিল রংপুর রাইডার্স। তারপর দারুণ ভাবে ঘুড়ে দাঁড়িয়ে শেষ চার নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার দল। আর কোয়ালিফায়ারে খুলনা ও কুমিল্লাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।




জাঁকজমকপূর্ণ ফাইনালে ক্রিস গেইলের দানবীয় সেঞ্চুরিতে ভর করে দুর্দান্ত জয় পায় রংপুর রাইডার্স। রংপুরের প্রধাণ কোচ টম মুডি মনে করেন টুর্নামেন্টে তাদের যাত্রাটা দুর্দান্ত ছিল। পরিকল্পনা মতো খেলতে পারায় বেশ আনন্দিত তিনি।





promotional_ad

টম মুডির ভাষ্যমতে, "টুর্নামেন্টে আমাদের যাত্রাটা দারুণ ছিল। শুরুর দিকে আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি। যা আমাদের আরও আত্মবিশ্বাসী করেছে। খেলোয়াড়রা সঠিক সময়ে জ্বলে উঠেছে। পরিকল্পনা মতো খেলতে পেরেছি আমরা। ঠিক যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবেই পেড়েছি।"




এদিকে, মানের দিক দিয়ে বিপিএলের চেয়ে আইপিএলকে এগিয়ে রাখছেন টম মুডি। এই অস্ট্রেলিয়ান কোচের কাছে বিশ্ব মানের খেলোয়াড়দের উপস্থিতি, সুযোগ-সুবিধার দিক দিয়ে বিপিএলের চেয়ে অনেক ভালো মানের টুর্নামেন্ট আইপিএল।





এই প্রসঙ্গে মুডি বলেন, "এক টুর্নামেন্টকে অন্য টুর্নামেন্টের সাথে মেলানোর কিছু নেই। তবে, আমি আইপিএলকে একটু এগিয়ে রাখবো। কারণ, একদিকে যেখানে বিশ্বমানের ক্রিকেটারদের ছড়াছড়ি। অন্যদিকে সব কিছুতেই পেশাদারিত্বের ছোঁয়া। আর্থিক বিষয়টিও এড়িয়ে যেতে পারেন না।"




বিপিএলে নিজের প্রথম এসাইনমেন্টেই সফল টম মুডি। রংপুরের হয়ে বিপিএলের শিরোপা জয়ের আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে টানা দুই শিরোপার স্বাদ পেয়েছেন টম মুডি। তাই, তার তার আত্মবিশ্বাস এখন চূড়ায়। এখন তার মিশন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে। এই টি২০ টুর্নামেন্টের দল মেলবোর্ন রেনেগেডসের ব্যাটিং পরামর্শক তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball