promotional_ad

সেরা তিনে পৌঁছানোর অপেক্ষায় সাকিব

promotional_ad

অনন্য এক রেকর্ড অপেক্ষা করছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বরণ করে নিতে। নন্দিত এই অলরাউন্ডারের সামনে সুযোগ এসেছে বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের সাথে ৫০০ উইকেট শিকার করার।


বিশ্ব ক্রিকেটের এই এলিট প্যানেলে প্রবেশ করতে সাকিবের দরকার আর মাত্র ১০৩ রান এবং ১৩ টি উইকেট। হয়তো আগামী বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজেই তিনি এই অনন্য মাইলফলকে পৌঁছে যাবেন।



promotional_ad

এখন পর্যন্ত সাকিব আন্তর্জাতিক টেস্ট খেলেছেন ৫১ টি। সাদা পোশাকে রান করেছে ৩৫৯৫। সাথে বল হাতে নিয়েছেন ১৮৮ টি উইকেট। ওয়ানডে খেলেছেন ১৮০ টি। রান করেছেন ৫০৮০। সাথে উইকেট সংখ্যা ২২৬ টি।


এছাড়া টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৬১ টি। সেখানে রান করেছেন ১২২৩। সাথে রয়েছে ৭৩ টি উইকেট। তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের মোট রান ৯৮৯৭ এবং উইকেট সংখ্যা ৪৮৭ টি। এই রেকর্ড নিঃসন্দেহে সাকিবকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়।



কেননা এর আগে এই তালিকায় আছেন কেবল দুজন। বাকী দুজন হচ্ছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball