promotional_ad

রংপুরের সাফল্যের রহস্য জানালেন মাশরাফি

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের শিরোপা হাতে উঠেছে রংপুর রাইডার্স দলপতি মাশরাফি বিন মর্তুজার। এনিয়ে চতুর্থ বারের মতো অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জিতলেন এই দেশ সেরা পেসার।




টানা দুইবার ঢাকা গ্লেডিয়েটর্সের হয়ে শিরোপা জয়ের পর বিপিএলের তৃতীয় আসরে নবাগত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতেছিলেন মাশরাফি। গত আসরে সেই কুমিল্লার হয়ে খালি হাতে ফেরার পর এবার রংপুর রাইডার্সে নাম লিখিয়ে শিরোপা জিতেছেন।




সংবাদ সম্মেলনে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জয়ী অধিনায়কের কাছে প্রথম প্রশ্নই ছিল, “বাংলাদেশ প্রিমিয়ার লিগের নাম আগামী আসর থেকে বদলে নাকি মাশরাফি প্রিমিয়ার লিগ হবে?” তার পর পরই সংবাদ সম্মেলনে হাসির রব।




মাশরাফি বিন মুর্তজাও লাজুক ভঙ্গিতে হাসলেন। ফাইনাল শেষে বিপিএলের সফলতম অধিনায়কের কণ্ঠে থাকল তৃপ্তির রেশ। তিনি জানিয়েছেন তার দল সেমিফাইনাল খেলার প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। অপ্রত্যাশিত এই শিরোপা জয়ে বেশ আনন্দিত তিনি।



promotional_ad



মাশরাফির ভাষ্যমতে, “খুব ভালো লাগছে। রংপুরে যখন স্বাক্ষর করি, তখন ওদের প্রত্যাশা ছিল যে দলটা যেন সেমিফাইনাল খেলে। অনেক কষ্ট করে সেমিফাইনাল উঠতে হয়েছে। এতেই উনারা খুশি ছিলেন।”




প্রত্যাশা কম থাকায় বেশ সুবিধা হয়েছে বলেও মনে করে রংপুর দলপতি, "চার নম্বরে থেকে শেষ চারে উঠেছি আমরা। শেষে থাকলে এটা জিনিস সাহায্য করে যে দুটি সেমি-ফাইনাল খেলতে হয়। সুবিধা ছিল যে আমাদের প্রত্যাশা কম ছিল।”




এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল-শেষের তিন ম্যাচে রংপুরের সেরা পারফর্মার ছিলেন ক্রিস গেইল, জনসন চার্লস ও ব্রেন্ডন ম্যাককালাম। শিরোপা জয়ী অধিনায়ক জানালেন, দল তাকিয়ে ছিল তাদের দিকেই।





এই প্রসঙ্গে মাশরাফি বলেন, “আমরা জানতাম আমাদের দুই তিন জন বড় ক্রিকেটার আছে। তারা যদি বিধ্বংসী ব্যাট করতে পারে, তাহলে অন্য দলের জেতা কঠিন। ওরা ওইটাই করেছে। আমরা যা চাচ্ছিলাম তারা সেটাই করেছে।”




বিপিএলের পুরো আসরে গোটা দলকে নিজেদের মেলে ধরার স্বাধীনতা দিয়েছিলেন মাশরাফি। শিরোপা জয়ের পর মাশরাফি জানালেন, সাফল্যের বড় কারণ সেটিই। যে সুযোগগুলো পেয়েছে তার দল সেগুলো কাজে লাগানোই ছিল রংপুরের মূল লক্ষ্য।




মাশরাফি বলেন, “চতুর্থ দল হিসেবে যখন গ্রুপ পর্ব পার করলাম, একটিই বার্তা ছিল, আমরা যে সুযোগ পেয়েছি, সেটা কাজে লাগাতে হবে। আমরা যেন অলআউট ক্রিকেট খেলি, স্বাধীনতা নিয়ে। যেটা করতে মন চায়, সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। কোনো দোষাদোষী নেই। দায় চাপানো নেই। কেউ কাউকে দোষ দেয়নি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball