promotional_ad

বিপিএলের বাজে আম্পায়ারিং নিয়ে টুইটারে ঝড়

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রায় প্রতি আসরেই কিছু না কিছু বিতর্ক লেগেই থাকে। কখনও ফিক্সিং, কখনও নারী কেলেঙ্কারির মতো ন্যাক্কারজনক ঘটনা বরাবরই কলুষিত করে এসেছে বিপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে।


এরই সাথে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে বারংবার। এবারের বিপিএল আসরটিও এর ব্যতিক্রম নয়। শুরুতে ধারণা করা যাচ্ছিলো অন্তত এবারের বিপিএলটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে। কিন্তু শেষ পর্যন্ত আর সেটি হলো না।


টুর্নামেন্টের শুরু থেকেই এবার আরেকটি নতুন কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে বিপিএলকে। ফিক্সিং কিংবা নারী কেলেঙ্কারি নয়, এবার বিপিএল কলুষিত হয়েছে বাজে আম্পায়ারিংয়ের কারণে।


বিপিএলের প্রায় প্রতি ম্যাচেই ভুল সিদ্ধান্তের বলী হতে হচ্ছে ক্রিকেটারদের। একের পর ভুল সিদ্ধান্তে দেশের আম্পায়ারদের সামর্থ্য এবং জ্ঞান নিয়ে প্রশ্ন তুলছেন অনেক সাবেক ক্রিকেটার এবং বিদেশি দর্শকেরা।


জঘন্য আম্পায়ারের সর্বশেষ নজির দেখা গেল রবিবার (১০ই ডিসেম্বর) রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে। এদিন বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তামিমের কুমিল্লাকে ৩৬ রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে মাশরাফির রংপুর।



promotional_ad

তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে এই ম্যাচের আম্পায়ারিং। এই ম্যাচে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রানের পাহাড়সম রান করে রংপুর। জবাবে ব্যাটিংয়ে নামার পর ২.২ ওভারের সময় কুমিল্লা অধিনায়ক তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রংপুরের পেসার রুবেল হোসেন।


কিন্তু স্পষ্ট আউট থাকা সত্ত্বেও আম্পায়ার আউট দিলেন না! পরবর্তী অ্যাকশন রিপ্লেতে দেখা গেছে বলটি পুরোপুরি লাইনেই ছিলো। এতো গেলো একটিমাত্র উদাহরণের কথা। পুরো ম্যাচজুড়েই জঘন্য আম্পায়ারিংয়ের নজির রেখেছেন দায়িত্বরত দুই আম্পায়ার গাজী সোহেল এবং রবীন্দ্র উইমালাসিরি।


কুমিল্লা ব্যাটিংয়ে নামলে রংপুরের বোলাররা বেশ কয়েকটি বল বেশ বাইরে দিয়ে করলেও সেগুলো ওয়াইড দেননি আম্পায়াররা। ম্যাচ শেষে তাই আম্পায়ারদের এই বাজে পারফর্মেন্সের তুমুল সমালোচনা করেছেন দেশি বিদেশি দর্শকেরা।


বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রীতিমত ঝড় তুলেছেন তাঁরা। বিপিএলের বাজে আম্পায়ারিং নিয়ে দর্শকদের টুইটারের মন্তব্যের কিছু অংশ তুলে ধরা হলো-







আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball