promotional_ad

কে হচ্ছেন সেরাদের সেরা

promotional_ad

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। আর মাত্র ৪ ম্যাচ পরই অর্থাৎ ১২ই ডিসেম্বর জানা যাবে কার ঘরে যাচ্ছে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা।


দলগুলোর মাঝে যেমন চলছে শিরোপা জয়ের লড়াই তেমনই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে খেলোয়াড়দের মাঝেও। কার হাতে উঠবে বিপিএলের পঞ্চম আসরের টুর্নামেন্ট সেরার খেতাব।


এখন পর্যন্ত বিপিএলের টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে বিদেশী খেলোয়াড়দের চেয়ে বেশী এগিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এগিয়ে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে।


এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার সাকিব। ১৯ উইকেট নিয়ে সবার উপরে আছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে এক নম্বরে থাকলেও ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেনি এই ডাইনামাইটস দলপতি। 



promotional_ad

মোট ১৭৬ রান এসেছে তার ব্যাট থেকে। ১১৯.৭২রেটে তার সর্বোচ্চ স্কোর ৪৭। তবে সাকিবকে এই দৌড়ে জোরেশোরে টক্কর দিচ্ছেন খুলনা টাইটান্সের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।


দলকে সেরা চারে নিয়ে যাওয়ার পেছনে তার অবদান অনেক বেশী। ২৯২ রান এসেছে তার ব্যাট থেকে। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আছেন ছয় নম্বরে। সর্বোচ্চ ইনিংস ৫৯। স্ট্রাইক রেট ১২৪.৭৮।


বল হাতে খুব একটা সফল না হলেও টুর্নামেন্টের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। ৬.৪০ ইকোনোমিতে শিকার করেছেন ৬টি উইকেট। তবে এই সাকিব-রিয়াদকে টপকে যেতে পারেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফী বিন মর্তোজা।


বোলার ম্যাশের নামের পাশে ব্যাট হাতে আছে ১৩১ রান। আর বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ৬.৫৮ ইকোনোমি রেটে দখলে নিয়েছেন ১৩টি উইকেট। সেরা উইকেট শিকারি বোলারদের কাতারে মাশরাফির অবস্থান ছয়ে।



দেশীদের পাশাপাশি বিদেশীদের মধ্যে এই দৌড়ে আছেন রংপুর রাইডার্সের অলরাউন্ডার রবি বোপারা। ৩৬৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে সবার উপরে আছেন এই ইংলিশম্যান।


পাশাপাশি নিয়েছেন ৪ উইকেটও। তার পরেই আছেন এভিন লুইস। ব্যাট হাতে প্রায়শই ঝড় তোলেন তিনি। ৩৩৪ রান করে সেরা ব্যাটসম্যান ক্যাটাগরিতে দুইয়ে আছেন এই উইন্ডিজ তারকা। 


উল্লেখ্য যে, এখন পর্যন্ত বিপিএলের প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার আসহার জাইদি। আর গেল আসরে এই খেতাব নিজের করে নিয়েছিলেন খুলনা টাইটান্সের দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball