ভয়ানক পিচে মাঝারি সংগ্রহ রংপুরের

বাংলাদেশ
ভয়ানক পিচে মাঝারি সংগ্রহ রংপুরের
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

শুরু থেকেই দারুণ দেখেশুনে খেলছে রংপুর। তবে শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা। শুরু থেকেই ভালো খেলতে খেলতে শেষ পর্যন্ত টিকতে পারলেন না  ক্রিস্টোফার গেইল।  যাওয়ার আগে ২৭ বলে ৩৮ রান করেন তিনি। এই ইনিংসে হাঁকিয়েছেন চারটি চার এবং দুটি বিশাল ছক্কা। মোহাম্মদ ইরফানের শিকার হয়ে ফেরেন গেইল।

এর আগে চার ছক্কা হাকিয়েও ভালো করতে পারেননি ম্যাককালাম।  ১৫ রানে বিদায় নিয়েছিলেন তিনি। ওপেনার জিয়াউর রহমান আজকের দিনেও ভালো করতে পারেননি। মাত্র ৮ রানে প্রথম উইকেট হিসেবে বিদায় নিয়েছিলেন তিনি।

এটা ছাড়া বলার মতো রান করেননি রংপুরের কোনো ব্যাটসম্যান। সবাই নিয়মিত বিরতিতে আশা যাওয়ার মধ্যেই ছিলেন। রবি বোপারা, চামারা কাপুগেদেরা এবং নাহিদুল ইসলাম যেন একটু দ্রুতই ফিরে গেছেন।

কেবল একপাশ আগলে রেখেছিলেন মোহাম্মদ মিথুন। শেষ পর্যন্ত  ৩৫ বলে ৫০* রান করেন তিনি। অধিনায়ক মাশরাফি করেন ১৫* রান। তাদের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৪৭ রান করে রংপুর।

খুলনার বোলারদের মধ্যে আর্চার দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী, কার্লোস ব্র্যাথওয়েট, শফিউল ইসলাম এবং মোহাম্মদ ইরফান।

এদিকে দিনের প্রথম খেলায় চিটাগাং ভাইকিংসকে ১০ উইকেটে হারিয়েছে নাসিরের সিলেট সিক্সার্স। এই জয়ের ফলে প্লে অফের শেষ মুহূর্তের আশা বাঁচিয়ে রাখলো নাসিরের দল।


আরো পড়ুন: this topic