ভবিষ্যতে ১০ দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি

বাংলাদেশ
ভবিষ্যতে ১০ দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি
বিপিএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ডিসেম্বর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। তবে এবারের আসরে মোট কয়টি দল অংশ নেবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিপিএলে দল নিতে এরই মধ্যে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব শাখাওয়াত হোসেন জানিয়েছেন তারা ভবিষ্যতে ১০ দলের বিপিএলের ভাবনায় আছেন। আসন্ন বিপিএলে ৫-৬টি দল অংশ নিলেও আগামীতে সাতটি থেকে আটটি দলে বাড়ানো হবে। তাতে করে ৫ বছর পর ১০ দলের বিপিএল আয়োজন করা সম্ভব হবে বলে বিশ্বাস বিসিবি সহ-সভাপতির।

তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, 'আমরা ইতোমধ্যে ১০টা দলের নাম দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য—সম্ভব হলে, এই পাঁচ বছরের শেষ বছরে হলেও আমরা ১০টা দল নিয়ে টুর্নামেন্ট চালাব। তো আমরা পরবর্তীতে হয়তো সাতটা আনব, এরপর আটটা আনব। আমাদের সক্ষমতার ওপরও বিষয়টা নির্ভর করে। আপনি দেখুন, খেলা তো শুধু ঢাকার মাঠে হয় না।'

তিনি মনে করেন বিপিএলে দল বাড়লে ক্রিকেটারদের জন্যও ভালো হবে। এ ছাড়া ভবিষ্যতে ভেন্যুও আরও বাড়ানো হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন শাখাওয়াত হোসেন। বর্তমানে ১০ দল নিয়ে আয়োজন করা হচ্ছে আইপিএল। এক সময় তাদের মতো ১০ দলের বিপিএল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

'শাখাওয়াত হোসেন আরও বলেন, 'এখন যদি রাজশাহীতে একটা খেলা নেওয়া হয়, তাহলে সেখানে সব দল থাকা, সুযোগ-সুবিধা—এসবেরও বিষয় আছে। তাই আমরা চাই দল বাড়াতে। দল বাড়লে খেলোয়াড়দের জন্যও ভালো হবে। আবার দেখতে হবে, ওই মানের খেলোয়াড় আছে কিনা। সবকিছু মিলিয়ে আমাদের মানসিকতা অগ্রগতিমূলক। আমরা ১০টা দলের কাঠামো দিয়েছি, এবং চাই একসময় যেন আইপিএলের মতো ১০ দল নিয়ে লিগটা চালাতে পারি।'

আরো পড়ুন: বিপিএল