২০২৭ বিশ্বকাপের ভাবনাতেই ওয়ানডে দলে অঙ্কন

বাংলাদেশ
২০২৭ বিশ্বকাপের ভাবনাতেই ওয়ানডে দলে অঙ্কন
অনুশীলনে মাহিদুল ইসলাম অঙ্কন, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নড়েচড়ে বসেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। মিডল অর্ডারের ঘাটতি মেটাতে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন ২০২৭ বিশ্বকাপের ভাবনাতেই দলে নেয়া হয়েছে অঙ্কনকে।

গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করছেন অঙ্কন। এবার সেটারই সুফল পেলেন তিনি। যদিও সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খুব একটা ভালো যায়নি এই মিডল অর্ডার ব্যাটারের। ৫ ইনিংসে ব্যাট করে তিনি মোটে করেছেন ১১৮ রান। তাও মাত্র ২৩.৬০ গড়ে।

লিপু অবশ্য নিশ্চিত করেছেন সাম্প্রতিক পারফরম্যান্স নয়। ভবিশ্যতের ভাবনাতেই অঙ্কনকে দলে নিয়েছেন তারা। আর মিডল অর্ডারে বাংলাদেশ দলের গভীরতা বাড়াতেও অঙ্কন বড় অবদান রাখবেন বলে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। এর ফলে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বাড়তি অপশন হাতে পাবেন বলেও বিশ্বাস তার।

লিপু এক ভিডিও বার্তায় বলেছেন, 'দলের মিডল অর্ডার যথেষ্ট ভুগছে। বলতে পারেন প্রায় সবাই রান খরায় ভুগেছে। সেই জায়গায় আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। ২০২৭ বিশ্বকাপটা আমরা ওয়ানডে ফরম্যাটে খেলব। ওই জায়গায় শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কন নামটা নিশ্চয় ‍উজ্জ্বল। তাকে এনে আমরা গভীরতা বাড়িয়েছি। যেখানে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েজ থাকবে।'

এদিকে ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়া হয়েছিল তাকে। তবে ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি তিনি। এবার সৌম্য ওয়ানডে দলে ফিরেছেন নাইম শেখের জায়গায়। তিনি আবার এক ওয়ানডে খেলেই দল থেকে বাদ পড়েছেন।

সৌম্যকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়ে লিপু বলেন, 'আমরা সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ১০ বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে। সেই দলের সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু নেই এজন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি।'

আরো পড়ুন: মাহিদুল ইসলাম অঙ্কন