রাজশাহীতে বদলি করা হলো গামিনীকে

ছবি: মিরপুরে গামিনী ডি সিলভা, ক্রিকফ্রেঞ্জি

যদিও গামিনী নিজের মতোই ছিলেন। তাকে সরিয়ে দেয়ার সাহসও কেউ পায়নি এতদিন। তবে দীর্ঘ ১৫ বছর পর এই কিউরেটরকে সরিয়ে দেয়া হচ্ছে। জানা গেছে তাকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
দায়িত্ব বুঝে নিতে মিরপুরে টনি হেমিং
১০ আগস্ট ২৫
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে কিউরেটরের দায়িত্ব পালন করবেন তিনি। বৃহস্পতিবারই তার রাজশাহীতে যোগ দেয়ার কথা রয়েছে বলে ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

২০১০ সাল থেকে বিসিবিতে কিউরেটর হিসেবে কাজ করছেন এই শ্রীলঙ্কান। এরপর লম্বা সময় বাজে উইকেট বানিয়ে ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংসের অন্যতম কারণ হয়ে উঠেছিলেন তিনি।
আফগানিস্তান হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী বুলবুল
৮ মিনিট আগে
এরপর অদৃশ্য ক্ষমতাবলে টিকে ছিলেন মিরপুরে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট বানিয়ে বিপাকে পড়েন গামিনী। পাকিস্তানের কোচ-অধিনায়করা সংবাদ সম্মেলনে সরাসরি উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন।
এরপরই নড়েচড়ে বসে বিসিবি। কদিন আগেই টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে আনা হয় অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে। নিয়োগ পেয়েই হেমিং কাজ করছেন মিরপুরে। তিনিই হয়তো মিরপুরের উইকেটের পূর্ণ দেখভাল করবেন এখন থেকে।