সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। দারুণ আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেছে লিটন দাসের দল।
পাইলট বলেন, 'আমার মনে হয় বাংলাদেশের সেরা দল গেছে। এই মুহূর্তে আমার মনে হয় যে বেশ ভালো পারফর্মার এবং বিশেষ করে বাংলাদেশ সিরিজ জিতেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু খুব ভালো ছন্দে আছে।'
এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। যেখানে হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। পুরো আসরে ভারত ছাড়া বাকি দলগুলোকে কাছাকাছি মানের বিবেচনা করছেন পাইলট।
'বাংলাদেশ টিম ভালো খেললেই ম্যাচ জিততে পারবে। এখানে প্রত্যেকটা দলই আমার মনে হয় ১৯-২০ দল। এই বাংলাদেশের গ্রুপে যারা আছে। খুব যে মানে ইন্ডিয়ার মতো দল, আলাদাভাবে শক্তিশালী তেমন না। অন্যান্য দলের সাথে আমাদের কাগজে-কলমে যে পার্থক্যটা আছে, ধরেন ইন্ডিয়ার সাথে একটা ভালো পার্থক্য আছে।'
'পাকিস্তানের সাথে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমার কাছে মনে হয় যে যদি আপনি প্রত্যেকটা বিভাগে যদি ভালো পারফর্ম করে, এই পার্থক্য হয়তো বাংলাদেশে হয়তো উপরের দিকে চলে যাবে এই পার্থক্য তৈরি করতে পারবে যদি বাংলাদেশ টিম একটা দিনে ভালো খেলে।'
সর্বোপরি পাইলটের প্রত্যাশা, এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই আলো ছড়াবে বাংলাদেশ। সাবেক এই অধিনায়কের বিশ্বাস তিনটি ম্যাচেই জেতার সামর্থ্য রাখে লিটনের দল।
পাইলট আরো বলেন, 'আশা করি বাংলাদেশ খুব ফর্মে থাকবে এবং গ্রুপে চারটা টিম। আপনি জানেন যে তিনটা ম্যাচ খেলতে হবে এবং এইখানে আমার কাছে মনে হয় যে হংকং তো আছেই। সাথে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দুইটা ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে একটা ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ম্যাচ জিততে পারলে খুবই ভালো হয়।'