স্কোয়াডে তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস

বাংলাদেশ
স্কোয়াডে তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস
স্কোয়াডে তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নেদারল্যান্ডস দল বাংলাদেশ সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে। দলের উল্লেখযোগ্য সংযোজন ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঞ্জে, যিনি অনূর্ধ্ব-১৯ এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করছেন।

দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে ছিটকে পড়ায় এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। দলে নতুন মুখ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি জানান, সেড্রিকের সাম্প্রতিক পারফরম্যান্স প্রশংসনীয় এবং তার এই সুযোগ প্রাপ্য।

ডি ল্যাঞ্জের সঙ্গে নতুন করে দলে যুক্ত হয়েছেন পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার। ইনজুরির কারণে বাদ পড়েছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট, সিলেটে। সিরিজটি হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির একটি অংশ।

নেদারল্যান্ডস স্কোয়াড- স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোস, ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাঞ্জে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্তিয়ান ব্র্যাট, টিম প্রিংগল।

আরো পড়ুন: নেদারল্যান্ডস