নতুন চুক্তিতে সিলেটে দলের সঙ্গে যোগ দিলেন অ্যানালিস্ট অক্ষয়

ছবি: অক্ষয় হিরেমাথ ,ক্রিকফ্রেঞ্জি

যেখানে নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে অক্ষয় হিরেমাথকে দায়িত্ব দেয় বিসিবি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট কাজ করার কথা ছিল ভারতীয় এই অ্যানালিস্টের। যদিও তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের অ্যানালিস্ট ভারতের অক্ষয়
৯ ডিসেম্বর ২৪
ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। ২১ আগস্ট ভারত থেকে এসে বর্তমানে সিলেটে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। বাংলাদেশের মাধ্যমেই প্রথমবারের মতো কোন জাতীয় দলের প্রধান অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন অক্ষয়। এর আগে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করেছেন তিনি।

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা
৪ ঘন্টা আগে
তবে সেই সময় প্রধান অ্যানালিস্টের সহকারী ছিলেন অক্ষয়। ভারতের বেশ কয়েকটি ঘরোয়া লিগে অবশ্য অ্যানালিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। সবশেষ মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে গুলবার্গ মিস্টিকসের হয়ে কাজ করেছেন ভারতীয় এই অ্যানালিস্ট।
এ ছাড়া ভারতীয় স্পোর্টস ডাটা প্রোভাইডার কাদাম্বা টেকনোলিজসের হয়ে তিন বছর চাকরি করেছেন অক্ষয়। এবার বাংলাদেশ জাতীয় দল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় পরিসরে পা রাখছেন তিনি।