বাংলাদেশকে ফাইনাল জেতানো রিজানের আইডল বেন স্টোকস

রিজান হোসেন, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান অলরাউন্ডার রিজান হোসেন। পেস বোলিংয়ের সঙ্গে দারুণ ব্যাটিং যার বৈশিষ্ট্য। সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়েও তার দারুণ অবদান ছিল। এর আগে সাউথ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের হারানোর পেছনেও অবদান রেখেছিলেন রিজান।

promotional_ad

সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৯ রান করেছিল বাংলাদেশ। ৯৫ রান করে বাংলাদেশের লড়াইয়ের সংগ্রহ নিশ্চিত করতে বড় অবদান রেখেছিলেন রিজান। যদিও তাকে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছিল।


আরো পড়ুন

রিজানের সেঞ্চুরির পর রাতুলের স্পিনে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

৫ ঘন্টা আগে
ফাইল ছবি

রান আউটে শেষ হয়েছিল তার এই ইনিংস। এরপর বল হাতে একাই ৫ উইকেট শিকার করে প্রোটিয়াদের গুড়িয়ে দিতেও ভূমিকা রাখেন এই ডানহাতি পেসার। রিজানের সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও পাঁচ উইকেট পাওয়ার পর সেই আক্ষেপ ঘুচে গিয়েছে বলে জানিয়েছেন রিজান।


নিজের আউট নিয়ে ক্রিকফ্রেঞ্জিকে রিজান বলেছেন, 'না, আমি ৯৫ রান করে যখন রান নিচ্ছিলাম, তখন আমার আত্মবিশ্বাস ছিল যে আমি ক্রিজে পৌঁছে যেতে পারব। আমি পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু আম্পায়ার খালি চোখে হয়তো বিষয়টি সেভাবে বুঝতে পারেননি। তবে আমি ওনার সিদ্ধান্তকে সম্মান জানাই। যা হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। সেঞ্চুরি হাতছাড়া হওয়ার যে আক্ষেপ ছিল, পাঁচটি উইকেট পাওয়ায় সেই আক্ষেপও পূরণ হয়ে গেছে।'


promotional_ad



আরো পড়ুন

মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকে বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি: তামিম

১৩ আগস্ট ২৫
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, ফাইল ফটো

পেস বোলিং অলরাউন্ডার হলেও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ভালো লাগে রিজানের। মুশফিককেও পছন্দের তালিকা থেকে বাদ দিচ্ছেন না তিনি। আর দেশের বাইরের ক্রিকেটারদের মধ্যে তার প্রিয় বেন স্টোকস।


প্রিয় ক্রিকেটারদের কথা বলতে গিয়ে রিজান বলেন, 'ক্রিকেটীয় আইডল হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে অনেক বেশ কয়েকজনকে ভালো লাগে। আপনার যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন এটা আমি বলতে পারব না। বাংলাদেশের সবাইকে ভালো লাগে। তামিম ভাইকে ভালো লাগে, সাকিব ভাইকে ভালো লাগে, মুশফিক ভাইকে ভালো লাগে। বাংলাদেশে ঐরকম আছে অনেক ভালো লাগে। আর যদি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি জিজ্ঞাসা করেন, আমার ওয়ার্ল্ড ক্রিকেটে বেন স্টোকসকে ভালো লাগে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball