ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে আবারো দশ নম্বরে নেমে গেল বাংলাদেশ

বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। আগে নয় নম্বরে থাকা বাংলাদেশকে এবার টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং এখন ৭৭, নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৮।

promotional_ad

গত ৫ মে'তেই অবশ্য দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জুলাইতে একটি ওয়ানডে জিতে আবার নয়ে উঠলেও বেশিদিন টিকতে পারেনি বাংলাদেশ। আজ আবার সেরা দশের তলানিতে চলে যেতে হলো দলটিকে। কেননা চারে থাকা পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।


আরো পড়ুন

ফিটনেস টেস্টে ‘ফেল’ করলে এনসিএলে খেলতে পারবেন না ক্রিকেটাররা

১৯ ঘন্টা আগে
বিসিবি

গত ৫ মে'তে দশে নামার মধ্য দিয়ে প্রায় দুই দশক পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে নেমে যায় বাংলাদেশ। সর্বশেষ ২০০৬ সালে এত নিচে ছিল দলটি। এবার ১৯ বছর পর আবার সেই পুরনো অবস্থানে ফিরে যেতে হলো। ১৬ অক্টোবর ২০০৬ সালে প্রথমবার আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ।


তার আগে, ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর সময় বাংলাদেশের অবস্থান ছিল ১১ নম্বরে—যেখানে কেনিয়াও ছিল বাংলাদেশের ওপরে।


promotional_ad



২০০৫ সালের আগস্টে প্রথমবার কেনিয়াকে টপকে ১০ নম্বরে উঠে আসে বাংলাদেশ। এরপর ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে পৌঁছে যায়।


এরপর লম্বা সময় দশের নিচেই ছিল দলটি। ২০১৭ সালের মে মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ উঠে যায় র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।


২০২২ সালে সাউথ আফ্রিকাকে হারিয়েও আবার একবার ছয়ে উঠেছিল বাংলাদেশ। তবে এরপর থেকেই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে থাকে। ধারাবাহিকতা না থাকায় ও বড় দলের বিপক্ষে হার বেড়ে যাওয়ায়, অবশেষে আবার সেই পুরনো ১০ নম্বরে ফিরে যেতে হলো লাল-সবুজের দেশকে।


পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে ২০২৭ সালের ৩১ মার্চের র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে। এদিকে ওয়ানডেতে ৪ থেকে ৫ নম্বরে নেমে গেছে পাকিস্তান, চারে উঠে গেছে শ্রীলঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball