বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে খেলার মতো দল: খালেদ

ছবি: খালেদ আহমেদ কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে

অনেকেই মনে করছেন এই গ্রুপটাই এশিয়া কাপের গ্রুপ অব ডেথ। তবে বাংলাদেশ দলের পেসার খালেদ আহমেদ মনে করেন কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশ ফাইনালে খেলার সুযোগ আছে। বিশেষ করে প্রথম ২-৩টি ম্যাচ খেললে বাংলাদেশের ফাইনালের পথ সুগম হবে বলে বিশ্বাস এই পেসারের।
ছোটোবেলার বন্ধু হলেও কেউ শুভাকাঙ্ক্ষী না: তাসকিন
১৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খালেদ বলেন, 'দেখেন আমি সব মিলিয়ে বলব যে আমরা বিশ্বাস আমরা এশিয়া কাপের ফাইনাল খেলার মতো দল। আমরা যে গ্রুপে আছি অবশ্যই আমরা এখান থেকে দুইটা-তিনটা ম্যাচ জিততে জিততে পারলে অবশ্যই ফাইনাল খেলবো।'

খালেদ লাল বলের ক্রিকেটে প্রায় নিয়মিত। তবে সীমিত ওভারের ক্রিকেটে কালেভদ্রে ডাক পড়ে তার। সীমিত ওভারে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে আছেন তানজিম সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরফুল ইসলামের মতো পেসার। পেসারদের মধ্যে তাই অনেক প্রতিযোগীতা। খালেদ মনে করেন দেশের জন্য এই প্রতিযোগীতা বেশ ভালো।
আইপিএল, বিগ ব্যাশ দেখে উদ্ভাবনী শট শেখেন আরিফুল
৫৮ মিনিট আগে
তিনি বলেন, 'অবশ্যই প্রতিযোগিতা থাকা ভালো—এটা যেকোনো দেশের জন্যই ইতিবাচক। দেখুন, আপনি যখন প্রতিযোগিতার মধ্যে থাকবেন তখন কাজ করার আগ্রহ আরও বাড়বে। আমি আমার নিজের ক্ষেত্রে বলতে পারি—আমি আমার ফিটনেস আরও বাড়ানোর চেষ্টা করছি যাতে আমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। এটা আমাকে অনুপ্রাণিত করে। আমি যদি পিছিয়ে যাই, তাহলে অনেক পিছিয়ে পড়ব। তাই আমার চেষ্টা থাকে অন্যদের থেকে এগিয়ে থাকার।'
এবারের পুরো এশিয়া কাপই আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।
সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। আগেই জানা গেছে ভারত এবং পাকিস্তান এক গ্রুপেই থাকছে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর।