promotional_ad

অস্ট্রেলিয়ায় আবারও সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’

টানা দু'বার এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল, ফাইল ফটো
অস্ট্রেলিয়ায় এই বছরের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে যোগ দিচ্ছে বাংলাদেশ 'এ' দল। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মত এই সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। তাদের সঙ্গে এই আসরে দেখা যাবে পাকিস্তানের 'এ' দল বা পাকিস্তান শাহীন্সকে। বিষয়টি নিশ্চিত করেছে নর্দার্ন টেরিটরি ক্রিকেট।

promotional_ad

পাকিস্তান শাহীন্স টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে এই আসরে। ২০২৩ ও ২০২৪ সালের পর এবার ২০২৫ সালেও মাঠে নামবে তারা। আর বাংলাদেশ 'এ' দল গত বছর এই সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায়।


আরো পড়ুন

মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের

২৪ মে ২৫
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল এবং পাকিস্তান শাহীন্স। আগামী ১৪ আগস্ট, বৃহস্পতিবার রাত ৭টায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি 'পাকিস্তান ইন্ডিপেনডেন্স ডে' উপলক্ষে আয়োজন করা হচ্ছে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, '২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও ডারউইনে ফিরতে পারাটা আমাদের জন্য আনন্দের। অল্প সময়েই এই টুর্নামেন্ট আমাদের ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা এবং শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়া আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য বড় এক অভিজ্ঞতা।'


promotional_ad



আরো পড়ুন

বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারল বাংলাদেশ

১৭ ফেব্রুয়ারি ২৫
দুবাইতে অনুশীলনে বাংলাদেশ দল, আইসিসি

তিনি আরও বলেন, 'নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সঙ্গে আমাদের চলমান অংশীদারিত্ব আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত করতে সহায়তা করছে। ১৪ আগস্টের প্রথম ম্যাচটির জন্য আমরা বিশেষভাবে অপেক্ষা করছি, কারণ এটি আমাদের তরুণ প্রতিভাদের উপস্থাপন করার বড় সুযোগ।'


এবারের আসরেও তিন দেশের সম্ভাবনাময় ক্রিকেটারদের দেখা যাবে। অতিথি দলগুলোর মধ্যে পাকিস্তান ও বাংলাদেশ দুই বোর্ডই তাদের ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রিকেটারদের বিদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা দিতে এই টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে দেখছে।


২০২৪ সালের বাংলাদেশ দলে ছিলেন ২২ বছর বয়সী রিপন মন্ডল ও রাকিবুল হাসান, যারা ইতোমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন। দলে আরও ছিলেন ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমন, যিনি মাসখানেক আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন।


অন্যদিকে পাকিস্তানের দলে গত আসরগুলোতে অংশ নিয়েই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন উসমান খান (১৯টি টি-টোয়েন্টি), ইরফান খান (১৪টি), জাহানদাদ খান (৮টি), আরাফাত মিনহাস (৪টি) ও রোহেইল নাজির (৩টি)। টপ এন্ড টি-টোয়েন্টি এখন ভবিষ্যতের তারকাদের মঞ্চ হয়ে উঠেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball