promotional_ad

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লঙ্কানদের উড়িয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশের যুবারা

আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরাদ, দ্য পেপার
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়িয়েছিল জুনিয়র টাইগাররা। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে লঙ্কানদের ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

promotional_ad

বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ২৮ ওভারে। শ্রীলঙ্কার কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টি আইনে লঙ্কানদের সামনে সেই লক্ষ্য হয়ে যায় ১৯৮ রানের।


আরো পড়ুন

আবরারের অপরাজিত ১৩০ রানের ইনিংসে যুবাদের বড় জয়

২৮ এপ্রিল ২৫
জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম

স্বাগতিকরা সেই লক্ষ্য পাড়ি দিতে পারেনি। ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল তারা। এরপর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। এরপর আম্পায়াররা বৃষ্টি আইনে বাংলাদেশকে জয়ী ঘোষণা করেন। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না।


চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ রান করে আউট হন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দারুণ এক জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে নেন। তারা গড়েন ৬৫ রানের জুটি।


promotional_ad



আরো পড়ুন

এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ যুব দল

১১ মার্চ ২৫
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, বিসিবি

আগের ম্যাচেই দারুণ এক অপরাজিত সেঞ্চুরি তুলে নিয়েছিলেন জাওয়াদ। তিনি এই ম্যাচেও পেয়েছেন রানের দেখা। ৩৫ বলে করেছেন ৩৮ রান। তৃতীয় উইকেটে ৫৯ রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান। তামিম আগের মতো এই ম্যাচেও তুলে নেন হাফ সেঞ্চুরি।


তিনি অপরাজিত থাকেন ৬৭ বলে ৮৪ রান করে। ২৪ রান করে অপরাজিত থাকেন রিজান। বৃষ্টি আইনে লঙ্কানদের লক্ষ্য বেড়ে গিয়েছিল খানিকটা। রান রেটের সঙ্গে পাল্লা দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। কবিজা গামাগে সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন।


এ ছাড়া রামিরু পেরেরা ২১, সানুজা নিদুওয়ারা ১৭ ও চামিকা হিনাতিগালা করেন ১৬ রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন ২টি করে উইকেট। সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। বাকি দুটি ম্যাচ ৫ ও ৮ মে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball