সোবহানার হাফ সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ

ছবি: ৫৭ রানে অপরাজিত থাকেন সোবহানা মোস্তারি, ফাইল ফটো

ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড সংগ্রহ করে ২৫১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল এবং পাঁচ উইকেট হাতে রেখে জিতে বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে জবাব দিতে নেমে বেশি কষ্ট হয়নি বাংলাদেশের।
ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশ বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২৫
সোবহানা মোস্তারীর হাফ সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাঘিনীরা। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দল জেতান সোবহানা। এ ছাড়া ৪৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ফারজানা হক। রিতু মনি করেন ৩৪ রান। ইশমা তানজিমের ব্যাটে আসে ২৬ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জিততে একটুও কষ্ট হয়নি বাংলাদেশের। এর আগে স্কটল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। সারাহ ব্রেইস করেন ৫৮ রান, ডার্সি কার্টার করেন ৫৫ এবং ক্যাথেরেইন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস।
এ ছাড়াও ক্যাথেরেইন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট তুলে নেন মারুফা আক্তার।
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের মূল পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১০ এপ্রিল, প্রতিপক্ষ থাইল্যান্ড। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।