promotional_ad

ইংল্যান্ডের হারে বাড়তি আড়াই কোটি টাকা পেল বাংলাদেশ

আরও একটা আইসিসির টুর্নামেন্টে ব্যর্থ বাংলাদেশ
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও জিততে পারেনি ইংল্যান্ড। গতকাল দলটির টানা তৃতীয় হারে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ষষ্ঠ হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করা। ইংল্যান্ডের হারের কারণে প্রাইজমানি হিসেবে অতিরিক্ত আরও ২ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকা পেল বাংলাদেশ।

promotional_ad

শনিবার করাচিতে 'বি' গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৮০ রানের লক্ষ্য প্রোটিয়ারা তিন উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে। হাতে ছিল আরও ১২৫ বল।


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত দিচ্ছে পিসিবি

২ মার্চ ২৫
বৃষ্টিতে ভেস্তে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা, ফাইল ফটো

এতে করে 'বি' গ্রুপের সেরা হয়ে দলটি সেমিফাইনালে উঠে গেছে। এ কারণে ইংলিশরা দুই গ্রুপ মিলিয়ে টুর্নামেন্টের আট দলের মধ্যে সবার নিচে অবস্থান করেই বিদায় নিয়েছে। তাদের নামের পাশে এই কোনো পয়েন্টও।


এদিকে ইংল্যান্ড যদি এই ম্যাচে কোনোভাবে জিতত, তাহলে বাংলাদেশ চলে যেত সপ্তম স্থানে। এক্ষেত্রে ইংল্যান্ড বাদ পড়ায় 'আর্থিক' সুবিধা হয়েছে বাংলাদেশের। আইসিসির পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, অংশগ্রহণের জন্য ১ লাখ ২৫ হাজার ডলারের পাশাপাশি ষষ্ঠ হিসেবে আরও ৩ লাখ ৫০ হাজার ডলার পেয়েছে টাইগাররা।



promotional_ad

অর্থাৎ নাজমুল হোসেন শান্তর দল পেয়েছে মোট ৪ লাখ ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকার বেশি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ হলেও 'এ' গ্রুপে থাকা বাংলাদেশ পুরো টুর্নামেন্টে ছিল খুবই বাজে।


আরো পড়ুন

খুব বেশি ওয়ানডে খেলিনি, এজন্য চাপে ছিলাম: বরুণ

৩ ঘন্টা আগে
৪২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

প্রথম দুটি ম্যাচে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় দলটি। পাকিস্তানের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এই কারণেই এক পয়েন্ট পায় শান্তর দল। বাংলাদেশের মতো পাকিস্তানও পেয়েছে এক পয়েন্ট, যদিও নেট রান রেটে পিছিয়ে তারা।



 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball