promotional_ad

পন্টিংকে পাল্টা জবাব দিলেন ফাহিম

নাজমুল আবেদীন ফাহিম, রিকি পন্টিং
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। সেখানে টাইগাররা সঙ্গী হিসেবে পেয়েছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে। এই গ্রুপকেই ধরা হচ্ছে গ্রুপ অব ডেথ। সেমি ফাইনালে যেতে গ্রুপ পর্বে অন্তত দুই ম্যাচে জয় পেতে হবে বাংলাদেশকে। বোঝাই যাচ্ছে সেই পথটা সহজ নয় বাংলাদেশের জন্য।

promotional_ad

কদিন আগেই আইসিসির প্রকাশিত এক ভিডিওতে রিকি পন্টিং জানিয়েছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা খুবই কম। এমনকি আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের সম্ভাববা কম দেখছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ভালো মানের ক্রিকেটার নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং

২২ ফেব্রুয়ারি ২৫
রিকি পন্টিং ও রোহিত শর্মা

পন্টিং বলেছিলেন, ‘যখন আপনি দলটিকে (বাংলাদেশ) বাকি দলের সঙ্গে মিলিয়ে দেখেন–চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলোর চেয়ে তাদের গুনগত মানে কিছুটা ঘাটতি আছে। সত্যি বলতে আমি মনে করি, তারা ধুঁকতে যাচ্ছে। আমি মনে করি না তাদের সেই মান আছে।'



promotional_ad

এর পেছনে ব্যাখ্যা দিয়ে পন্টিং যোগ করেছিলেন, ‘যদি তারা (বাংলাদেশ) তাদের আদর্শ হোম কন্ডিশন পায়, সে ক্ষেত্রে তারা বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি মনে করি না তারা বাংলাদেশে যে রকম কন্ডিশন পায়, এই টুর্মানেন্টে তেমনটা পেতে যাচ্ছে। তাই এটা একটা বড় শূন্যতা, যা তাদের পক্ষে পূরণ করা কঠিন।


আরো পড়ুন

রাজশাহীকে সময় বেধে দিয়েছে বিসিবি

২৮ জানুয়ারি ২৫
দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের একাংশ, ক্রিকফ্রেঞ্জি

যদিও তার এমন মন্তব্যের সঙ্গে একমত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি মনে করেন পন্টিং বাংলাদেশের সাম্প্রতিক সময়ের খেলা দেখেননি। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেললে তাদেরও কঠিন সময় উপহার দিতে পারেন শান্তরা।



ফাহিম বলেছেন, 'গত কয়েক মাসে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে, যা হয়তো পন্টিং দেখেননি বা অনুমান করতে পারেননি। কিছু জায়গায় আমরা রান তুলতে পারছিলাম না, আত্মবিশ্বাসের অভাব ছিল—সেগুলোতে পরিবর্তন এসেছে। এবার মাঠে পার্থক্য দেখা যাবে। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সুযোগ হলে বাংলাদেশ কঠিন সময় উপহার দেবে তাদের।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball