promotional_ad

বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত, দাবি বাশারের

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন হাবিবুল বাশার, ক্রিকফ্রেঞ্জি
সবশেষ কয়েক বছরে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা, দর্শকদের কথার লড়াই আর চাপ। হাতেগোনা কয়েকটি ম্যাচে দেখা গেলেও মাঠের ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্সে সেই লড়াইয়ে শেয়ানে-শেয়ানে টক্কর দিতে পারে না বাংলাদেশ। কাগজে-কলমে অনেকটা এগিয়ে থাকলেও হাবিবুল বাশারের বিশ্বাস, ভারতকে হারানো অসম্ভব নয়। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত খানিকটা বাড়তি চাপে থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

promotional_ad

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে রোহিত শর্মার বিপক্ষে ‘নো বল’ বিতর্ক দিয়ে বাংলাদেশ-ভারতের বৈরিতার শুরু। সবশেষ এক দশকে ঘরের মাঠে দু’বার সিরিজ জেতায় সেটা আলাদা মাত্রা যোগ করেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে জয় ২০২৩ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কাতে হওয়া এশিয়া কাপে। ‍সুপার ফোরের লড়াইয়ে সেবার রোহিত-শুভমান গিলদের ৬ রানে হারিয়েছিল বাংলাদেশ।


আরো পড়ুন

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশ-পাকিস্তানের পয়েন্ট ভাগাভাগি

১ ঘন্টা আগে
পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, আইসিসি

১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ৪১ ওয়ানডে খেলেছে টাইগাররা। ৮ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ৩২ ম্যাচে। সেই ৮ জয়ের একটি কেবলমাত্র বৈশ্বিক টুর্নামেন্টে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অব স্পেনে সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের ৫ উইকেট হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল বাংলাদেশ। যদিও সবশেষ দেড় দশকে বিশ্ব মঞ্চে জয় নেই লিটন দাস, তাসকিন আহমেদ কিংবা নাজমুল হোসেন শান্তদের। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও ভারত বাড়তি চাপে থাকে বলে মনে করেন বাশার। 


বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘প্রথম থেকেই চাপে ফেলা। ভারত খুবই দল কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমি কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে। যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। আমরা যদি দল হিসেব করে দেখি ভারত দলকে আপনার মানতেই হবে তারা অনেক এগিয়ে আছে। তাদের দলে অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড় এবং ম্যাচ জেতানো খেলোয়াড়ও অনেক বেশি। কিন্তু ভারত আমাদের সঙ্গে খেলার সময় চাপে থাকে। চাপের মুখে তারা সবসময় সেরা ক্রিকেট খেলে না।’



promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। ভারত অনেকটা এগিয়ে থাকলেও তাদেরকে হারানো সম্ভব নয় এমনটা মনে করেন না বাশার। বিরাট কোহলি-রোহিতদের হারানোর কৌশলও বাতলে দিয়েছেন তিনি।


আরো পড়ুন

ইংল্যান্ডের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাটলার

৩ ঘন্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে জস বাটলার, ফাইল ফটো

বাশার বলেন, ‘প্রথম বল থেকেই ব্যাটিং অথবা বোলিং তাদেরকে যদি চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। ব্যাপারটা এমন নয় যে আমরা কখনও ভারতকে হারাইনি। ভারতের দলটা এখন ভালো, ভারতকে আমরা আগে যখন হারিয়েছি  তখনও অনেক ভালো দল ছিল। আমি মনে করি এখন আমরা আগের থেকে ভালো দল। সেক্ষেত্রে ভারতকে হারাতে পারব না সেরকম কিছু আমার মনে হয় না।’


আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের রেকর্ড কখনই বাংলাদেশের পক্ষে কথা বলেনি। ২০১৫ সালের কোয়ার্টার ফাইনাল ছাড়া বিশ্বকাপে কখনই কিছু করতে পারেনি তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যান অবশ্য টাইগারদের পক্ষেই কথা বলছে। ২০১৭ সালে হওয়া সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা চারে উঠেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টের পারফরম্যান্সই আশা জাগাচ্ছে বাশারকে। তিনি মনে করেন, কোন টুর্নামেন্টে যাওয়ার আগে সবার মনে সেই স্বপ্নটা থাকা উচিত।



এ প্রসঙ্গে বাশার বলেন, ‘স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিত। দেখুন, বৈশ্বিক টুর্নামেন্টে আমাদের রেকর্ড কিন্তু খুব একটা ভালো না। বিশ্বকাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয় কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার রেকর্ড ভালো। আমরা কিন্তু এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি। এবারও যে পারব না তা না। আর যখন কোন টুর্নামেন্ট খেলতে যাই আমার মনে হয় মনের মধ্যে, বুকের মধ্যে ওই স্বপ্নটা নিয়েই যাওয়া উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball