চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন সৈকত
ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আম্পায়ার হিসেবে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, ফাইল ফটো
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
জায়সাওয়ালের আউট নিয়ে সৈকতের পক্ষে শাস্ত্রী, বিপক্ষে গাভাস্কার
৩১ ডিসেম্বর ২৪১২ জন আম্পায়ারের একটি প্যানেল ৮-দলীয় এই ইভেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ছয়জন আম্পায়ার ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব পালন করেছিলেন।
অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সাথে থাকবেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকারের মতো আম্পায়াররা। সৈকত ছাড়াও মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, অ্যালেক্স ওয়ার্ফ এবং জোয়েল উইলসনরা থাকবেন এই মঞ্চে যারা সকলেই ২০২৩ সালে ভারত বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন।
ম্যাচ রেফারিদের প্যানেলের নেতৃত্ব দেবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এদের প্রত্যেকই এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সম্মানিত সদস্য। বুন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দায়িত্ব পালন করেছিলেন।
আইসিসির সিনিয়র ম্যানেজার, আম্পায়ার এবং রেফারি শন ইজি বিবৃতিতে বলেন, 'আমরা আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য এই অত্যন্ত যোগ্যতাসম্পন্ন ম্যাচ কর্মকর্তাদের দল ঘোষণা করতে পেরে আনন্দিত। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের সম্মিলিত দক্ষতা এবং অভিজ্ঞতা অমূল্য হবে।'
বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদ ছাড়লেন তিলকারত্নে
৭ ঘন্টা আগে'আমরা সর্বদা এই ধরনের মর্যাদাপূর্ণ ইভেন্টের জন্য সবচেয়ে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ করার চেষ্টা করি এবং আমরা আত্মবিশ্বাসী যে এই দলটি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত উভয় ক্ষেত্রেই অসাধারণ কাজ করবে। একটি স্মরণীয় টুর্নামেন্টের জন্য আমরা তাদের সকলের শুভকামনা জানাই।'
ম্যাচ কর্মকর্তা:
আম্পায়ার: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ ও জোয়েল উইলসন।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট।