পদত্যাগপত্র জমা দিয়েছেন হান্নান সরকার
ছবি: হান্নান সরকার, ক্রিকফ্রেঞ্জি
এর আগে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। সেখান থেকেই প্রমোশন দিয়ে তাকে জাতীয় দলের নির্বাচক করা হয়। এবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের কাছে গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
১ ফেব্রুয়ারি ২৫বিসিবির একটি সূত্র জানিয়েছে, পদত্যাগের আগে এক মাসের নোটিশে পদত্যাগপত্র জমা দিয়েছেন হান্নান সরকার। এর আগেই বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন কোচিংয়ে ক্যারিয়ার গড়ার পরিকল্পনা থেকেই বিসিবির এই পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
খেলা ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে নিয়েছিলেন হান্নান। যদিও পরবর্তী সময়ে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে বিসিবির চাকরিতে যোগ দেন এই সাবেক ক্রিকেটার। বিসিবির একটি সূত্রমতে ২০২৬ সাল পর্যন্ত চুক্তিতে ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পেয়েছিলেন হান্নান।
যদিও ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আবারও কোচিংয়ে ফিরে যাওয়ার ইচ্ছে পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট আর ২০ ওয়ানডে খেলা এ ব্যাটার। এরই মধ্যে বেশ কয়েকবার বিসিবির উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি।