স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
ছবি: বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ, ফাইল ফটো
মালয়েশিয়ার বাঙ্গিতে স্কটল্যান্ডকে ১২২ রানের লক্ষ্য দিয়েছিল সুমাইয়া আক্তারের বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করেনি।
এশিয়া জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগাতে চান বাংলাদেশের যুবারা
১০ ডিসেম্বর ২৪স্কোরবোর্ডে রান তোলার আগেই সুমাইয়া আক্তার সুবর্ণার উইকেট হারায় তারা। তারপর আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়ার সঙ্গে ২৬ রানের জুটি গড়েন উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। ১৪ রানে রানআউট হয়ে ফিরে যান ফাহমিদাও।
জুয়াইরিয়াও বেশীক্ষণ উইকেটে থাকতে পারেননি। তার ব্যাটে আসে ২০ রান। এই আসরে ফর্মে থাকা সাদিয়া ইসলাম এ দিন ফিরে যান মাত্র ছয় রান করেই। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারায় বাঘিনীরা।
সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক সুমাইয়া এবং আফিয়া আশিমা। আফিয়া করেন ১৯ বলে ২১ রান, সুমাইয়ার ব্যাটে আসে ৩৬ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস। এই দুজনের ৩৮ রানের জুটিতেই ১২০ রানের গণ্ডি পার হয় বাংলাদেশ।
১২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তোলে স্কটল্যান্ড। সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল দলটি। তবে ইনিংসের পঞ্চম ওভারে দুটি উইকেট হারায় স্কটল্যান্ড। ১১ রান করা ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার। সেই ওভারে সাদিয়া ইসলামের নৈপুণ্যে পিপা কেলিকে রানআউট করে বাংলাদেশ।
এরপর পিপা স্প্রাউল এবং নিয়াম মুইরের দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে স্কটল্যান্ড। এই দুজন গড়েন ৫০ রানের জুটি। এই জুটি ভাঙেন হাবিবা ইসলাম। ২২ রানে থাকা নিয়ামকে ফেরান তিনি। সেই মুহূর্তে স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান।
এরপর আর রানরেটের চাপ নিতে পারেনি স্কটল্যান্ডের মেয়েরা। পরের দিকের ব্যাটাররা সবাই আউট হন এক অঙ্কে! পিপা ৪১ বলে ৪৩ রান করে আনিসার বলে স্টাম্প হারান। ষষ্ঠ উইকেট হিসেবে তিনি যখন ফিরে যান তখন স্কটল্যান্ডের এই ম্যাচে তেমন কিছুই ছিল না।
বাংলাদেশের হয়ে লেগ স্পিনার আনিসা আক্তার নেন ২৫ রানে চার উইকেট। এর মধ্যে টপ অর্ডারের দুই ব্যাটারকে দৃষ্টিনন্দনভাবে বোল্ড করেন তিনি। সুপার সিক্সে বাংলাদেশ নারী দল খেলবে এক নম্বর গ্রুপে। সেখানে খেলতে হবে দুটি ম্যাচ। এই পর্ব পেরোতে পারলে সেমিফাইনাল।
এর আগে নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা করে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেটে হেরে যায় দলটি। এবার স্কটল্যান্ডকে হারিয়ে আবারও ছন্দে ফিরল বাঘিনীরা।