
স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
বুধবার সকালেই দেশের নারী ক্রিকেটে এলো দুটি জয়। সকালেই বাংলাদেশে নারী ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হারিয়েছে। এবার অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ। ১৮ রানের এই জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে উঠে গেছে বাংলাদেশ।