promotional_ad

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ নারী দল, ক্রিকফ্রেঞ্জি
সবশেষ ওয়ানডে সিরিজে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ তাতে খানিকটা সুগম হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের জন্য। তবে এখনও যদি কিন্তুর হিসেব মেলাতে হবে বাংলাদেশের মেয়েদের।

promotional_ad

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। দুই দলের ওয়ানডে সিরিজটি ওমেন্স চ্যাম্পিয়নসশিপের অংশ। ২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হওয়ায় কাজটা একেবারেই সহজ হবে না তাদের জন্য। 


এমন সমীকরণের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। নিগার সুলতানা, নাহিদা আক্তাররা পরের দুটি ম্যাচ খেলবে ২১ এবং ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।


promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লেইনফোর্ড ইনভেরারি বলেন, ‘লম্বা সময় ধরেই ওয়ার্নার পার্ক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ভেন্যু। বাংলাদেশ নারী দলের সিরিজটি আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। ম্যাচগুলো শুধু ভালো মানের ক্রিকেটেই উপহার দেবে না, সেন্ট কিটস এবং লেওয়ার্ড দ্বীপপুঞ্জের ক্রিকেট উন্নয়নেও অবদান রাখবে।’


ওয়েস্ট ইন্ডিজ - বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি-

তারিখ ম্যাচ
১৯ জানুয়ারি প্রথম ওয়ানডে
২১ জানুয়ারি দ্বিতীয় ওয়ানডে
২৪ জানুয়ারি তৃতীয় ওয়ানডে
২৭ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি
২৯ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি
৩১ জানুয়ারি তৃতীয় টি-টোয়েন্টি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball