বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ
ছবি: বাংলাদেশ নারী দল, ক্রিকফ্রেঞ্জি
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। দুই দলের ওয়ানডে সিরিজটি ওমেন্স চ্যাম্পিয়নসশিপের অংশ। ২০২৫ ভারত বিশ্বকাপে খেলতে হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তত দুটি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হওয়ায় কাজটা একেবারেই সহজ হবে না তাদের জন্য।
এমন সমীকরণের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯ জানুয়ারি। নিগার সুলতানা, নাহিদা আক্তাররা পরের দুটি ম্যাচ খেলবে ২১ এবং ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ এবং ৩১ জানুয়ারি হবে তিনটি টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী লেইনফোর্ড ইনভেরারি বলেন, ‘লম্বা সময় ধরেই ওয়ার্নার পার্ক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ভেন্যু। বাংলাদেশ নারী দলের সিরিজটি আয়োজন করতে পেরে আমরা খুব খুশি। ম্যাচগুলো শুধু ভালো মানের ক্রিকেটেই উপহার দেবে না, সেন্ট কিটস এবং লেওয়ার্ড দ্বীপপুঞ্জের ক্রিকেট উন্নয়নেও অবদান রাখবে।’
তারিখ | ম্যাচ |
১৯ জানুয়ারি | প্রথম ওয়ানডে |
২১ জানুয়ারি | দ্বিতীয় ওয়ানডে |
২৪ জানুয়ারি | তৃতীয় ওয়ানডে |
২৭ জানুয়ারি | প্রথম টি-টোয়েন্টি |
২৯ জানুয়ারি | দ্বিতীয় টি-টোয়েন্টি |
৩১ জানুয়ারি | তৃতীয় টি-টোয়েন্টি |