৩৬ বলে রফিকের ৫৮ রানের ঝড়, শহীদ জুয়েল একাদশের জয়
ছবি: ৩৬ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা মোহাম্মদ রফিক, বিসিবি
৩ ওভারে ১৩ রান নিয়ে ২ উইকেট নেয়া বাঁহাতি স্পিনারের কাজটা তখনও শেষ হয়ে যায়নি। বাঁহাতি স্পিনের সঙ্গে শেষের দিকে এসে চার-ছক্কা মারায় বেশ পটু ছিলেন রফিক। মিরপুরে প্রদর্শনী ম্যাচে অবশ্য নেমেছিলেন ওপেনিংয়ে। নাজমুল হোসেন, ফাহিম মুনতাসীরদের বিপক্ষে ঝড় তুলে ছয়টি চারের সঙ্গে মেরেছেন দুটি ছক্কা। রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফেরার আগে খেললেন ১৬১.১১ স্ট্রাইক রেটে মাত্র ৩৬ বলে ৫৮ রানের ইনিংস।
রফিকের সঙ্গে ওপেনিংয়ে নামা এহসানুল হক খেলেছেন অপরাজিত ৪৩ রানের ইনিংস। তিনে নেমে শাহরিয়ার নাফীস অপরাজিত ছিলেন ১৬ রানে। তবে রফিক ও এহসানুলের শতরানের উদ্বোধনী জুটিই শহীদ জুয়েল একাদশের জয়ের ভিত গড়েছে। তাদের দুজনের এমন ব্যাটিংয়ে শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন রফিক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১২৯ রান তাড়ায় পাওয়ার প্লেতে প্রতি ওভারেই অন্তত একটি করে বাউন্ডারি মেরেছেন রফিক ও এহসানুল। শহীদ মুশতাক একাদশের বোলাররা তেমন কোন চ্যালেঞ্জ জানাতে না পারায় কোন উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৪ রান তোলে শহীদ জুয়েল একাদশ। পরবর্তীতেও একই ধাঁচে রান তুলে গেছেন তারা দুজন। দারুণ ব্যাটিং করতে থাকা রফিক মাহমুদুল হাসান রানার বলে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে ২৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
একটু পর ৯.৫ ওভারে একশ রান ছুঁয়েছে শহীদ জুয়েল একাদশ। তবে ইনিংসের ১২তম ওভারে এসে উইকেট হারায় তারা। রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৬ বলে ৫৮ রান করেছেন রফিক। পরবর্তীতে এহসানুল ও নাফীস আর কোন উইকেট হারাতে দেননি। মুশফিকুর রহমান বাবুর বলে ওয়াইড লং অনের উপর দিয়ে ছক্কা মেরে জয় নিশ্চিত করেছেন নাফীস। বাঁহাতি ব্যাটার ১৬ এবং ওপেনার এহসানুল অপরাজিত ছিলেন ৩৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে।
সকালের শুরুতে ব্যাটিংয়ে নেমে শহীদ মুশতাক একাদশকে ভালো শুরুই এনে দিয়েছিলেন মেহরব হোসেন অপি ও হান্নান সরকার। তবে তাদের জুটির পঞ্চাশ হওয়ার আগে ১৪ রান করা অপিকে ফিরিয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স। আরেক ওপেনার হান্নান আউট হয়েছেন ২৫ রানে। পরবর্তীতে মিনহাজুল আবেদিন নান্নু ১২, রাজ্জাক ১৫, হাসানুজ্জামান ১৯, মুশফিকুর ১০ এবং হাসিবুল হাসান শান্ত ১২ রান করেছেন। ১৫ ওভারের ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে শহীদ মুশতাক একাদশ। দুটি করে উইকেট নিয়েছেন তালহা জুবায়ের ও রফিক।
সংক্ষিপ্ত স্কোর-
শহীদ মুশতাক একাদশ- ১২৮/৫ (১৫ ওভার) (হান্নান ২৫, হাসানুজ্জামান ১৯, অপি ১৪, নান্নু ১২, হাসিবুল ১২; রফিক ২/১৩, তালহা জুবায়ের ২/২৫)
শহীদ জুয়েল একাদশ- ১৩৩/১ (১৪.২ ওভার) (রফিক ৫৮, এহসানুল ৪৩*, নাফীস ১৬*; রাজ্জাক ১/২৫)