বাবার পরামর্শ উপেক্ষা করে সেঞ্চুরি হারিয়েও আফসোস নেই হাসানের
সংবাদ সম্মেলনে আসতে চাইছিলেন না হাসান ইসাখিল। বাবা মোহাম্মদ নবির উৎসাহেই শেষ পর্যন্ত ক্যামেরার সামনে বসা। এর আগেই অবশ্য সম্প্রচারকদের অনুষ্ঠানে বাবা-ছেলেকে একসঙ্গে দেখা গেছে। মাঠে যেমন, মাঠের বাইরেও দিনটা কেটেছে একই সুরে- একসঙ্গে।