
ঘরোয়াতে আরও বেশি ম্যাচ খেলুক রিশাদরা, চাওয়া বদ্রির
বাংলাদেশের জার্সি গায়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বল হাতে সাম্প্রতিক সময়ে বেশ সফল রিশাদ হোসেন। ২৭ টি-টোয়েন্টি ম্যাচে এই লেগ স্পিনারের উইকেট সংখ্যা ৩২ টি। তবে ৫০ ওভারের ক্রিকেটে একেবারেই নতুন এই তরুন স্পিনার। খেলেছেন এখন পর্যন্ত মাত্র ৫ ম্যাচ। গতকাল ৮ই ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষেই শেষবার খেলেন এই স্পিনার, তবে করতে পারেননি আশানরুপ কোন ফল। ৯ ওভারে খরচ করেছেন ৪৯ রান, নিয়েছেন ১ উইকেট।