
বাংলাদেশের কাছে হার এখনো মানতে পারছেন না জয়াসুরিয়া
বাংলাদেশ, হংকং চায়না ও আফগানিস্তানের বিপক্ষে জয়—তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। চলতি এশিয়া কাপে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্বের ম্যাচের সবকটিতে জয় পেয়েছে তারা। অথচ সেই লঙ্কানরা একটি ম্যাচও জিততে পারেনি সুপার ফোরে। বাংলাদেশ ও পাকিস্তানের পর সবশেষ ম্যাচে ভারতের কাছেও হেরেছে তারা। এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও বাংলাদেশের কাছে হার এখনো পোড়াচ্ছে সানাৎ জয়াসুরিয়াকে।