সাউথ আফ্রিকাকে উড়িয়ে ভারতের বড় জয়
টেস্ট সিরিজে হারলেও ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ভারত। সেই ধারা এবার টি-টোয়েন্টিতে ধরে রেখেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাউথ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। তাদের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে প্রোটিয়ারা অল আউট হয়েছে মাত্র ৭৪ রানে। ফলে ১০১ রানের বিশাল জয় পেয়েছে ভারত।