
প্রথম ৩ ম্যাচে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম তিনটি ম্যাচে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত এই ম্যাচগুলোতে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলবেন দলটির নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন।