বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলা গাপটিলের অবসর
২০২২ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলেছিলেন মার্টিন। নভেম্বরে গাপটিল বাদ পড়েছিলেন নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। সবশেষ আড়াই বছরে নিউজিল্যান্ডের জাতীয় দলে আর ফেরা হয়নি ৩৮ বছর বয়সী এই ব্যাটারের। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ও ক্রিকেট ক্রিকেট খেলে বেড়াচ্ছেন গাপটিল। কদিন আগে নেপাল প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি।