মাথায় কী চলছিল জানি না, থ্রো করে ফেলি: আকবর
রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হলেও নিজের সেই ভুল থ্রো নিয়েই বেশি আলোচনায় আছেন আকবর আলী। ম্যাচ শেষে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক স্বীকার করেছেন, শেষ বলে তার মাথায় কী ভর করেছিল, সেটি তিনি নিজেই বুঝে উঠতে পারেননি। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি সমর্থকদের কাছে ক্ষমাও চান।