
ঝড়ো ইনিংসে সৌম্য-আফিফের ফিফটি ম্লান করলেন শান্ত-সোহান
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে আবারও সিলেটে ফিরেছে মাঠের লড়াই। বৃষ্টির কারণে এক ম্যাচ পরই টুর্নামেন্ট স্থগিত হলেও শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পুনরায় গড়ায় মাঠে খেলা। ফিরতি ম্যাচেই মুখোমুখি হয় খুলনা ও রাজশাহী বিভাগ। খুলনাকে আট উইকেটে হারায় রাজশাহী।