১ ম্যাচ আগেই নোয়াখালীর বিদায়, শরিফুল-মেহেদীর নৈপুণ্যে চট্টগ্রামের জয়
৮ ম্যাচ খেলে ২ জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত কাগজে কলমে তাদের প্লে অফে যাওয়ার সুযোগ বেঁচে ছিল। তবে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটে হেরে এবারের টুর্নামেন্ট থেকে সবার আগে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে নোয়াখালী। অন্যদিকে নোয়াখালীকে হারিয়ে সেরা দুইয়ে নিজেদের অবস্থান পাকা করেছে চট্টগ্রাম।