
দুর্দান্ত বোলিংয়ে খুলনার জয়ের নায়ক জিয়াউর
ম্যাচ জিততে ২৪ বলে ঢাকা মেট্রোর প্রয়োজন ৫৭ রান, হাতে ৫ উইকেট। ব্যাটিংয়ে ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও মাহফুজুর রহমান রাব্বি। যদিও তাদের দুজনের জুটি হয়ে উঠতে দেননি জিয়াউর রহমান। ইনিংসের ১৭তম ওভারে বোলিংয়ে এসেই ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলা অঙ্কনকে ফেরান ডানহাতি এই পেসার। ঢাকা মেট্রো অধিনায়ক আউট হওয়ার একটু পর ফিরেছেন মাহফুজুরও। শেষ ওভারে বোলিংয়ে এসে খুলনা বিভাগের জয়টা নিশ্চিত করেছেন জিয়াউর।