বিপিএল মাতাতে আসছেন আমির-মঈন-মেন্ডিস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। দলটির হয়ে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। দলটির হয়ে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের।
মারো নয়ত মরো—বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিসের ব্যাটিংয়ের দর্শনই যেন এটা। ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল কোথায় ফেলবেন তা যেন বুঝে উঠতে পারেন না বাংলাদেশের পেসার কিংবা স্পিনাররা। পুরো সিরিজ জুড়েই বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন মেন্ডিস। হেরে যাওয়ার ভয় মাথায় নিয়ে পড়ে না থেকে বাংলাদেশের ব্যাটারদের কাছে মেন্ডিসের মতো ভয়-ডরহীন ক্রিকেট খেলা দেখতে চান মুশতাক আহমেদ।
প্লে-অফের আগে বড় রকমের চমক দিতে চলেছে গুজরাট টাইটান্স। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরছেন জস বাটলার। আর এই ব্যাটারের জায়গায় গুজরাটের হয়ে মাঠে নামবেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। শেষদিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য কুশলের দিকে তাকিয়ে গুজরাট ম্যানেজমেন্ট।