
মার্করাম-পুরানের হাফ সেঞ্চুরির পর লক্ষ্ণৌকে জেতালেন বাদনি
ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন শাই সুদর্শন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও সেই ফর্ম টেনে এনেছেন গুজরাট টাইটান্সের এই ব্যাটার। এদিন ৩৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন তিনি। শুভমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে ১২ ওভারেই ১২০ রান যোগ করে ফেলে গুজরাট।