বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৬১ রানে ৫ উইকেট নিয়ে দিনের খেলা শেষে স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখেছিলেন মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডি টেস্টের পর সাদা পোশাকের ক্রিকেটে ডানহাতি অফ স্পিনার ৫ উইকেট পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে। ঘরের মাঠে ৫ উইকেট পেলেও রাওয়ালপিন্ডির মতো নিজের নাম লিখতে হয়নি মিরাজ। মূলত বাংলাদেশের অনার্স বোর্ড না থাকাতেই সেই সুযোগ মেলেনি তার। তবে বাংলাদেশেও এমন কিছু চালু করার দাবি জানিয়ে রাখলেন মিরাজ।