
৬ বলে ৪ উইকেট হারিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
৫ ম্যাচে ৭১ রান! নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং পরিসংখ্যান। সবার পারফরম্যান্সের সঙ্গে জ্যোতির দুর্দান্ত নেতৃত্ব গুণে পাকিস্তানি হারানোর পাশাপাশি ইংল্যান্ড ও সাউথ আফ্রিকাকে কঠিন সময় দিয়েছে বাংলাদেশ। দল ভালো করলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারছিলেন না জ্যোতি। প্রথম পাঁচ ম্যাচে একটি জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের মেয়েদের।