
বিপিএল থেকে প্রতিভা খুঁজে লর্ডসে নিয়ে যেতে চান এস্কিনাজি
কোলপাক চুক্তিতে ইংল্যান্ডকে নিজেদের বাড়ি-ঘর বানিয়ে ফেলেছিলেন সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। এমন চুক্তিতে ইংলিশ কাউন্টিতে ‘নন বিদেশি’ হিসেবে খেলার সুযোগ পেতেন তাঁরা। তবে কয়েক বছর আগে কোলপাক চুক্তির নিয়ম বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন নিয়ম না থাকলেও ইংলিশ কাউন্টিতে বিদেশি ক্রিকেটারদের খেলার সুযোগ বন্ধ হয়ে যায়নি একেবারে।