নিউজিল্যান্ডের ক্রিকেটে অস্থিরতা, চাকরি ছাড়ছেন প্রধান নির্বাহী
নিউজিল্যান্ড ক্রিকেটে ভেতরের অস্থিরতা এবার প্রকাশ্যে। অন্তঃকোন্দল আর মতবিরোধের জেরে পদ ছাড়ছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক। দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকে শুরু করে টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ ভূমিকা, সবকিছু মিলিয়েই স্টেকহোল্ডারদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল বলে জানানো হয়েছে।