রাইজিং এশিয়া কাপে শ্রীলঙ্কার স্কোয়াডে জাতীয় দলে খেলা একঝাঁক তারকা
সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার দলে ছিলেন দুনিথ ওয়েলালাগে। আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচও খেলেছিলেন স্পিন বোলিং এই অলরাউন্ডার। এখনো পর্যন্ত লঙ্কানদের হয়ে একটি টেস্ট, ৩১ ওয়ানড এবং ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন ওয়েলালাগে। চলতি নভেম্বরে কাতারের দোহায় মাঠে গড়াতে যাওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপে শ্রীলঙ্কা ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিনি।