বরিশালের ব্যাটিং বিপর্যয়, শুভাগত-আরিফের স্পিনে ময়মনসিংহের লিড
প্রথম ইনিংসে রংপুর বিভাগকে খুব বেশি রানের লিড নিতে না দিলেও ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বরিশাল বিভাগের। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ৯০ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে তারা। বরিশালের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে রংপুরের হয়ে তিনটি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। ভিন্ন আরেকটি ম্যাচে চারটি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম চৌধুরি ও আরিফ আহমেদ। তাদের দুজনের স্পিন ঘূর্ণিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেয়েছে ময়মনসিংহ।