ইসলামাবাদের নতুন হেড কোচ লুক রঙ্কি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্বে ছিলেন মাইক হেসন। পিএসএলের চাকরি ছেড়ে পরবর্তীতে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হয়েছেন তিনি। হেসনের রেখে যাওয়া জায়গায় ইসলামাবাদের প্রধানের কোচের দায়িত্ব নিলেন লুক রঙ্কি। পিএসএলের আগামী আসর থেকেই কাজ করবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।