আসছে বিসিবির রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট
২০২০ সালের ফেব্রুয়ারিতে আকবর আলীর হাত ধরে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে যাওয়ার আগেই ২০১৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জার্সিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয় আকবর আলীর। বিশ্বকাপ জেতার বছরখানেক পর অভিষেক হয় প্রথম শ্রেণির ক্রিকেটে। সাম্প্রতিক সময়ে নিয়মিতই এনসিএল, ডিপিএল, বিপিএলের মতো টুর্নামেন্ট খেলছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।