যুব বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালদের প্যানেলে বাংলাদেশের মুকুল ও নিয়ামুর
১৫ জানুয়ারি ভারত ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আগামী আসর। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ১৭ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ থেকে আম্পায়ার হিসেবে মাসুদুর রহমান মুকুল ও ম্যাচ রেফারি হিসেবে সুযোগ পেয়েছেন নিয়ামুর রশিদ রাহুল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।